পটভূমি:
একটি নতুন ডোমেইন কিনে হোস্টিং করার পর সেই সাইটটিকে তার বিষয়বস্তু দিয়ে সাজিয়ে সচল রাখতে হয়। বিষয়বস্তু দিয়ে সচল রাখা এবং প্রয়োজনমাফিক বিষয়বস্তু যোগ করার জন্য আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস (WordPress) সফটওয়্যারের সাহায্য নিয়ে থাকি। আজকে আমরা দেখব কিভাবে একটি নতুন সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়।
কার্যসংক্রান্ত বিবরণীঃ
- প্রথমে আমরা cPanel এ লগইন করব
- cPanel এ পেইজের নিচের দিকে এসে আমরা ওয়ার্ডপ্রেস (WordPress) নামক একটি লিঙ্ক দেখতে পাব
- WordPress লিঙ্ক এ ক্লিক করে আমরা WordPress ইন্সটল পেইজ এ চলে আসব
- Install Now বাটন এ ক্লিক করে আমাদেরকে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে
- Choose Protocol এ আমরা http:// অথবা http://www. এর যেকোনো একটি সিলেক্ট করব
- Choose Domain এ আমরা আমাদের ক্রয়ক্রিত নতুন ডোমেইনটি সিলেক্ট করব
- Site Name এ আমরা আমাদের সাইটের নাম দিব
- Site Description এ সাইট সম্পর্কে কিছু কথা লিখব, সাইটটি কি এবং এর উদ্দেশ্য কি
- Admin Username এ যা আছে আমরা তাই রাখব
- Admin Password এ খুব শক্ত একটি পাসওয়ার্ড দিব এবং যা অন্য কাউকে জানাবো না
- Admin Email এ এখন সচল আছে এবং ব্যাবহার করা হচ্ছে এমন একটি ইমেইল দিব
- Select Language এ যা আছে তাই থাকবে
- Select Theme এ আমরা পছন্দমত একটি থিম সিলেক্ট করব
- সবশেষে Install বাটন এ ক্লিক করব
- ওয়ার্ডপ্রেস (WordPress) ইন্সটল হয়ে গেলে আমাদেরকে একটি সফল বার্তা দিবে এবং তার সাথে আমাদের সাইটের লিঙ্ক এবং ওয়ার্ডপ্রেস (WordPress) এডমিন লিঙ্কও দিয়ে দিবে
- বার্তা থেকে প্রদত্ত লিঙ্ক ব্যাবহার করে আমরা আমাদের সাইটে প্রবেশ করতে পারব
আরও বিস্তারিত এবং অন্য উপায়সমুহ জানতে এখানে ক্লিক করুন।